Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নালিতাবাড়ী উপজেলার পটভূমি

এক সময় এ অঞ্চলে উৎপাদিত হতো উন্নত মানের পাট। পাটের প্রতিশব্দ নলিতা বা নাইল্যা। এই নলিতা বা নাইল্যা থেকেই উপজেলার নাম হয়েছে নালিতাবাড়ী। ইতিহাসের পাতা থেকে জানা যায়, ১৭৮৭ সনের ১লা মে ময়মনসিংহ জেলা স্থাপিত হলে নালিতাবাড়ীতে এ জেলার অন্তর্ভূক্ত করা হয়। ১৮৬৭ সনের ২০ মার্চ গভর্নমেন্ট নোটিফিকেসনের মাধ্যমে সুষ্টি হয় নালিতাবাড়ী থানা। তখন এ থানার সীমানা ছিল উত্তরে ভারতের আসাম রাজ্য,দক্ষিনে ব্রক্ষ্রপুত্র নদের পিয়ারপুর ঘাট,পূর্বে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং পশ্চিমে শ্রীবরদী থানা। মহকুমা ছিল জামালপুর।

          আবার ১৯৭৯ সনে জামালপুর জেলায় ও শেরপুর মহকুমায় উন্নীত হয়। তখন নালিতাবাড়ী থানা যথাক্রমে জামালপুর জেলা ও শেরপুর মহকুমার অন্তর্ভূক্ত হয়। এর ৫ বছর পর ১৯৮৪ সনে শেরপুর জেলা হলে নালিতাবাড়ী শেরপুর জেলার অন্তর্ভূক্ত হয়। পথ পরিক্রমায় দেখা যায়, ১৮৬৭ সালের ২০ মার্চ নালিতাবাড়ী থানা ১৯৬০ সনে উন্নয়ন সার্কেল, ১৯৮৩ সনের ২৪ মার্চ মানউন্নীত থানা এবং ১৯৮৪ সনে নালিতাবাড়ী উপজেলা হিসেবে উন্নীত হয়। ১৯৯১ সানে নালিতাবাড়ী উপজেলার পরিবর্তে থানা এবং ১৯৯৭ সনে পুনরায় উপজেলায় রূপান্তরিত হয়।

          অবস্থান ও আয়তন: এ উপজেলার মোট আয়তন ৩২৭.৬১ বর্গ কিলোমিটার। শেরপুর জেরার উত্তর পূর্বাংশে অবস্থিত এ উপজেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য পূর্বে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট, দক্ষিনে শেরপুর জেলার নকলা ও শেরপুর সদর এবং পশ্চিমে ঝিনাইগাতী উপজেলা দ্বারা বেষ্টিত। উপজেলাটি প্রায় ২৫.১৪0 ও ২৫.০১0 উত্তর অক্ষাংশ এবং ৯০.০৫0 ও ৯০.১৮0 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। নালিতাবাড়ী উপজেলা সদর থেকে জেলা সদরের দুরত্ব ভায়া তিনানি ২৭ কিলোমিটার ও ভায়া গাজীরখামার ১৭ কিলো- মিটার।

          মাটি: নালিতাবাড়ীর মাটি উৎপত্তি হয়েছে টারশিয়ারী যুগে। প্রায়োষ্টোসিন যুগের চত্বর ভূমি থেকে ও সাম্প্রতিক পললভূমি থেকে। গারো পাহাড়ের পাদদেশের মাটি উৎপত্তি হয়েছে টারশিয়ারী যুগে। এর আয়তন ৭২ বর্গমাইল। পাহাড়ি মাটির রাসায়নিক বৈশিষ্ট হলো অম্লতা। নালিতাবাড়ীর উত্তর থেকে দক্ষিনে ঢালু। তাই বর্ষায় প্রবল বর্ষনে যখন নদীতে পাহাড়ি ঢল নামে তখন পলি মিশ্রিত ঢলের পানি উত্তর থেকে দক্ষিনে প্রবাহিত হয়। বাহিত পলি অপেক্ষাকৃত নিচু এলাকায় জমা হয়ে পরিনত হয়েছে উর্বর ভূমিতে।

 

ভূ-প্রকৃতি:

          নালিতাবাড়ী উপজেলা তিনটি ভূ-প্রাকৃতিক অঞ্চল নিয়ে গঠিত। যথা:- পাহাড়ি অঞ্চল, পাহাড়তলীর পললভূমি এবং পুরাতন ব্রক্ষ্রপুত্র পললভূমি। নালিতাবাড়ীর ৩২৭.৬১ বর্গকিলোমিটারের ৭ ভাগ পাহাড়ি অঞ্চল, ৮১ ভাগ পাহাড়তলীয় পললভূমি এবং ১২ ভাগ পুরাতন ব্রক্ষ্রপুত্র পললভূমি।

জলবায়ু: বাংলাদেশের অন্যান্য স্থানের মতো এ উপজেরা ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এখানে ছয় ঋতুর মধ্যে তিনটি মৌসুম জোড়ালোভাবে পরিলক্ষিত হয়। গ্রীষ্ম, বর্ষা ও শীত।